মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হয়।
র্যালিটি মালিবাগ মোড় হয়ে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হবে।
এর আগে, দুপুর ১২টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের কার্যালয়ের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ‘বিজয়ের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’, ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসঙ্গে’ বিভিন্ন স্লোগান দিতে থাকনে।
র্যালি শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।
সমাবেশ ও র্যালিতে বিএনপি নেতা আব্দুল মঈন খান, আমানউল্লাহ আমান, আমিনুল হক, বরকতউল্লা বুলু, আব্দুস সাত্তার পাটোয়ারী, এস এম জিলানী, মামুন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।