ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ৫১ লাখ টাকার ক্ষতি : বিএনপি

আরটিভি নিউজ

রোববার, ১৮ ডিসেম্বর ২০২২ , ০৩:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ৫০ লাখ ৮২ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দলটি।

বিজ্ঞাপন

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ দাবি করেন। 

তিনি বলেন, গত ৭ ডিসেম্বর পুলিশের ছত্রচ্ছায়ায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বিএনপির কার্যালয়ে ঢোকে বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। 

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, অফিস বা গৃহে তল্লাশির সময় মালিকপক্ষ, নিরপেক্ষ ব্যক্তিদের সাক্ষী হিসেবে রাখার আইন আছে। কিন্তু বিএনপির কার্যালয়ে অভিযানের ক্ষেত্রে পুলিশ তা অগ্রাহ্য করেছে।

খন্দকার মোশাররফ বলেন, কার্যালয় থেকে ল্যাপটপ, কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ব্যাংকের কাগজপত্র ও নগদ অর্থ লুট করা হয়েছে।

এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ও সিসি ক্যামেরাও নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |