বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়েছেন গণতন্ত্র মঞ্চ ও ২০ দলীয় জোটের নেতারা।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে বিএনপি মহাসচিবের বাসায় যান তারা। এসময় ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগমকে সহমর্মিতা জানান। গত ৮ ডিসেম্বর মধ্যরাতে মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।
গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্য সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার।
গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিরা মির্জা ফখরুলের বাসায় অবস্থান করার সময় সেখানে প্রবেশ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরসহ কয়েকজন।
এ সময় রাজনৈতিক দলের নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং সান্ত্বনা দেন।