ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা শিমুল বিশ্বাসের জামিন

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ০৪:৪৫ পিএম


loading/img

রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন।

শিমুল বিশ্বাসের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

এর আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে শিমুল বিশ্বাসসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। 

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করে পুলিশ। 

এদিকে গত ১১ জানুয়ারি মা খাদেজা বিশ্বাসের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতা শিমুল বিশ্বাস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |