ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

জাপা চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দেবর-ভাবির দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:২৭ পিএম


loading/img

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের এবং সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মধ্যে যে বিরোধ চলে আসছে তা এখন গড়িয়েছে আদালতে। এনিয়ে এক শুনানিতে আদালত বলেন, দেবর-ভাবির দ্বন্দ্ব মীমাংসা করলেই তো আদালতে আসতে হয় না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পার্টি চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থাপন করলে শুনানিতে এমন মন্তব্য করেন।

আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন। জাপা থেকে বহিষ্কৃত সাবেক এমপি জিয়াউল হক মৃধার আইনজীবী হেলাল উদ্দিন গত বুধবার এ আবেদন করেন।

বিজ্ঞাপন

গত ৫ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায় স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। রায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের কাজ চালিয়ে যেতে আগের রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন।

গত ১৯ জানুয়ারি এক রায়ে গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন ঢাকার আদালত।

সাবেক এমপি জিয়াউল হক মৃধাকে গত বছরের ১৭ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রধানের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |