ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ছাত্র অধিকার পরিষদের মিছিলে ছাত্রলীগের হামলা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত অন্তত ১৫ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে যাওয়ার সময় নেতাকর্মীদের ওপর দুই দফায় হামলা চালায় ছাত্রলীগ।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রথমে রাজু ভাস্কর্যের সামনে পরে কেন্দ্রীয় মসজিদের সামনে এই হামলা চালানো হয়। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।  আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জানান, ছাত্র অধিকারের নেতাকর্মীরা নিজেরা হামলা করে ছাত্রলীগের ওপর দোষ চাপাচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |