ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আ.লীগ সরকার ভাষা আন্দোলনের চেতনাকে হত্যা করেছে : মোশাররফ

আরটিভি নিউজ

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৫৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকার ভাষা আন্দোলনের চেতনাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

খন্দকার মোশাররফ বলেন, আমাদের স্বাধীনতার চেতনা ছিল গণতন্ত্র। আজকে যখন ৫১ বছর পরে আলোচনা করতে দাঁড়াই, তখন দেশের মানুষ ও আন্তর্জাতিক বিশ্ব সবাই বলে বাংলাদেশে গণতন্ত্র নেই। আমাদের মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদরা এর জন্য প্রাণ দেননি। তারা প্রাণ দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন স্বাধীনভাবে বেঁচে থাকা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রকে বার বার হত্যা করেছে। প্রথম হত্যা করেছে যখন তারা স্বাধীনতার পর ক্ষমতায় ছিল। আজকে আবার এই আওয়ামী লীগ ১৪ বছর ধরে গায়ের জোরে ক্ষমতায় থেকে গণতন্ত্রকে হত্যা করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আজকে দেশে ভোটাধিকার নেই। এ অবস্থা থেকে উত্তরণে সরকার হটানোর ১০ দফা দাবির চলমান আন্দোলনকে সফল করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবদুল হাই ও কবি মাহবুব হাসানসহ প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |