ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জুলুম-নির্যাতন নির্মূল সম্ভব : আইনমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ০৪ মার্চ ২০২৩ , ০৩:২৭ পিএম


loading/img
ফাইল ছবি

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব জুলুম-নির্যাতন নির্মূল করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিজ্ঞাপন

শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

নতুন বিচারকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য মানসম্মত প্রশিক্ষণ প্রয়োজন। সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন। এখান থেকে লব্ধ জ্ঞান শিক্ষানবিশ জজরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন বলে আশ করি।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে আনিসুল হক বলেন, যারা দেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।  

তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে বলেই গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। তাই, নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

অনুষ্ঠানে বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা, আইন সচিব গোলাম সারোয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |