সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয়সহ বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে সমমনা জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে আজ (শনিবার) বৈঠক করবে বিএনপি।
গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শনিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, বৈঠকে সমমনা জোটের লিয়াজোঁ কমিটির সদস্য ও বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকে উপস্থিত থাকবেন।
বৈঠকে যুগপৎ আন্দোলনের চলমান কর্মসূচি ও রাজনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া পরবর্তী কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।