ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

জিয়া-এরশাদের মত কেউ ক্ষমতা দখল করতে পারবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২০ মে ২০২৩ , ১০:৫৪ পিএম


loading/img

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন জনগণের সাথে থাকে। আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে থাকে তখনও জনগণের সাথে থাকে। আমাদের সম্পদ ও শক্তি হচ্ছে জনগণ। এই জনগণ নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন। তার রক্তের উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনাও জনগণ নিয়েই রাজনীতি করেন। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সামরিক জান্তারা বিভিন্ন সময় এদেশ দখল করেছিলো। কখনো জিয়াউর রহমান, কখনো খালেদ মোশারফ, কখনো তাহের, কখনো এরশাদ, কখনো নাসিম, কখনো মইন উদ্দিন, কখনো ফখরুদ্দিন, কখনো লতিফুর রহমান। সেই দেশ দখলের হাত থেকে দেশরত্ন শেখ হাসিনা এদেশকে রক্ষা করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের সংবিধানের ৭ ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদি অবৈধভাবে কেউ দেশ দখল করার চেষ্টা করে, সংবিধান যদি কেউ লঙ্ঘন করে তার বিরুদ্ধে ক্যাপিটেল পানিশমেন্ট দেয়া হবে। তাই কেউ আর জিয়াউর রহমান এরশাদের মত এই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারবে না। গত ১৫ বছরে বেগম খালেদা জিয়া, বিএনপি, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ড. ইউনুসরা অনেক চেষ্টা করেছে সরকারকে ক্ষমতা থেকে সরাতে। পারে নাই। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন- আমার শক্তি হচ্ছে জনগণ। আমরা কাউকে ভয় পাই না। যদি কেউ স‍্যাকশান দেয়, আমরা সেই দেশের পণ‍্য কিনবো না। আমাদের এই বাংলাদেশ আমেরিকা ও ইউরোপের সাথে কথা বলে স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে।

এই বাংলাদেশ কারো কাছে মাথা নত করতে পারে না। শেখ হাসিনা সব কিছু হারিয়ে যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, সেদিন জিয়াউর রহমান তাকে তার বাড়িতে ঢুকতে দেন নাই। যেই বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিলো। সেই বাড়িতে ঢুকে বাবা, মা, ভাই-ভাবি, চাচা ও আত্মীয় স্বজনদের জন্য শেখ হাসিনাকে দোয়া টুকুও পর্যন্ত জিয়াউর রহমান করতে দেন নাই। তাই সেদিনই তিনি শপথ নিয়েছিলেন, যতই অত্যাচার, অবিচার ও নির্যাতন হোকনা কেন আমি বঙ্গবন্ধুর কন্যা হয়ে এদেশের মানুষের জন্য জীবন বাজী রেখে কাজ করে যাবো। এরপরে জিয়া-এরশাদ, খালেদা জিয়ারা ২১ বার দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। মহান আল্লাহর অশেষ মেহের বাণীতে তিনি ২১ বারই বেঁচে গেছেন। 

বিজ্ঞাপন

আজকে বাংলার মানুষের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের দেয়া দায়িত্ব নিয়ে ১৫ বছর যাবত দেশ পরিচালনা করছেন। আজকে যে দেশের উন্নয়ন। এই উন্নয়নের রূপকারের নাম হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

প্রতিমন্ত্রী শনিবার দিনাজপুরের বিরল উপজেলার সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সব কিছুর নেতৃত্বে ছিলেন, জাতির পিতা শেখ মুজিব ও আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সংবিধান পেয়েছি। আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র পেয়েছি। সামরিক জান্তার শাসন সমূলে উৎপাটন করা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বতেই সাংবিধানিক ধারাবাহিকতা এসেছে। আওয়ামী লীগের নেতৃত্বে ২০১৪ সালে মিলিনিয়াম গোল্ড অর্জন করেছি। আওয়ামী লীগের নেতৃত্বে নিজস্ব অর্থায়নে বাজেট প্রণয়ন ও সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতু তৈরি করতে আমরা সমর্থ হয়েছি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে চলে গেছে, আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্মার্ট এবং উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই ইতিহাস আর কোন রাজনৈতিক দলের নাই। আমরা ইতিহাসের সঙ্গে চলতে চাই। আমরা ইতিহাসকে ছেড়ে যেতে চাই না। যেই জাতি ইতিহাস বর্জন করে, নিজস্ব ইতিহাস ভুলে যায়; নিজস্ব শেকড়কে ভুলে যায়, সে জাতি কখনো এগুতে পারে না। পাকিস্তান বার বার ব্যর্থ হয়ে গেছে। কারণ তাদের কোন ইতিহাস নাই। তারা ইতিহাস থেকে সরে গেছে। সেই জন্য বার বার ব্যর্থ হয়ে গেছে। ৭৫ পরবর্তী বাংলাদেশকে বার বার ব্যর্থ বানানোর চেষ্টা করা হয়েছিল। কারণ ইতিহাস বিকৃতি করা হয়েছিল। আজকে সঠিক ইতিহাস আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সাবইল রামচন্দ্রর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রহমান আলীর সভাপতিত্বে এবং ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, এডভোকেট রবিউল ইসলাম রবি (পিপি)প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |