আজকে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (১৬ জুন) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন কিছু কিনে খেতে পারে না, লোডশেডিংয়ে জীবন বিপর্যস্ত। অথচ বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী জেনেভায় বলেছেন, তারা নাকি দেশের অর্থনীতিকে সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছে। অথচ দ্রব্যমূল্য, মূল্যস্ফীতিতে আজকে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, এই সরকারের মিথ্যাচার আজ দেশের জনগণ বুঝতে পেরেছে, সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে তারা জোর করে ক্ষমতায় রয়েছে। সরকার দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় রয়েছে, এ জন্য জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ নেই। তারা দেশের টাকা পাচার করেছে, জনগণের টাকা লুট করে তারা বিদেশে পাচার করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।