ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুন ২০২৩ , ০৬:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৪ জুন) তার প্রেস সেক্রেটারি শাহ আখতারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হতে পারে। তবে এখনও ভিসা প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি।

বিএনপি নেতার ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, শনিবার বাবাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসার পর শনিবার তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |