ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

এবার তারুণ্যের সমাবেশ করবে যুবলীগ

আরটিভি নিউজ

রোববার, ২৩ জুলাই ২০২৩ , ১১:১০ এএম


loading/img

ঢাকায় আগামী ২৭ জুলাই তারণ্যের সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 

বিজ্ঞাপন

রোববার (২৩ জুলাই) যুবলীগের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, দেশব্যাপী ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের’ প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে যুবলীগের এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের ফাঁকা জায়গা সমাবেশের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল। 

একই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি সমাবেশে করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। সেখানেই সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আগামী ২৪ জুলাই সমাবেশ করার ঘোষণা দেন। পরে সমাবেশের তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |