ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

‌‘কোনো দলের দালালি করা বিচার বিভাগের কাজ নয়’

আরটিভি নিউজ

শনিবার, ১৯ আগস্ট ২০২৩ , ০৩:৪২ পিএম


loading/img

‘কোনো দলের দালালি করা বিচার বিভাগের কাজ নয়’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ।

বিজ্ঞাপন

শনিবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে জনগণকে ন্যায়বিচার দেওয়া। মজলুম মানুষের পাশে দাঁড়ানো তাদের কাজ। কোনো দলের দালালি করা তাদের কাজ নয়। কিন্তু বর্তমান বিচার বিভাগ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে সাজা প্রদান করে যাচ্ছে। ক্ষমতা পাকাপোক্ত করতেই এসব রায় দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নেয় এবং বিএনপি ও বিরোধী দলের মামলা সচল রাখে। বিরোধী দলের নেতাদের অন্যায়ভাবে সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে। আদালত রেদোয়ান আহমেদের কোনো সাক্ষীর বক্তব্য গ্রহণ করেননি। এ রায় প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিরোধী দলের নেতাদের নামে যে লাখ লাখ মামলা দিয়েছে আ.লীগ তা সম্পূর্ণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখার পরিণতি ভালো হবে না। সরকারের সময় শেষ। তারা দেশের অর্থনীতি ও বিচার বিভাগ ধ্বংস করেছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এর শাস্তি তাদেরকে পেতেই হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |