ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বিএনপির আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ১৯ আগস্ট ২০২৩ , ০৫:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনের বেলুন ফুলিয়েছিল। তাদের সেই বেলুন ফিউজ হয়ে গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে (ডিএমপি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ আলোচনাসভা হয়।

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি অনেক আন্দোলন করার চেষ্টা করেছে। তারা ঢাকায় একটি মহাসমাবেশ করেছিল। সেই সমাবেশে বেলুন ফুলেছিল। এখন সেই বেলুন ফিউজ হয়ে গেছে। বিদেশিদের কাছে অনেক ধরনা দেওয়া হয়েছিল। বাংলাদেশের ওপর একটি চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল। সেই চাপও এখন ডিফিউজ হয়ে গেছে। পত্র-পত্রিকা খুললে অনুধাবন করতে পারবেন যে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি।

তিনি বলেন, রাজনৈতিক অভিলাস চরিতার্থ করতে ক্ষমতায় যাওয়ার জন্য জীবন্ত মানুষ পুড়িয়ে ফেলার ঘটনা গত দু-তিন দশকে পৃথিবীর কোথাও হয়নি; যা আমাদের দেশে হয়েছে। ইউরোপ আমেরিকার মতো দেশে কোনো রাজনৈতিক দল এটা করলে সেই দলকে নিষিদ্ধ করা হতো। তবে, বিএনপির এমন কাজে কানাডার আদালত পাঁচবার সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। আমাদের দেশ সব সূচক বহু আগেই অতিক্রম করেছে। বঙ্গবন্ধুর মেয়ের স্বার্থকতা যে, পাকিস্তান আমাদের দেখে দীর্ঘশ্বাস ফেলে। যে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে পেছনে ছিল সেই দেশ আজ এগিয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা সম্পূর্ণভাবে জঙ্গি নির্মূল করতে পারিনি। তবে, আমরা জঙ্গি দমন করতে পেরেছি। এ ক্ষেত্রে দেশের জনগণ যেভাবে ভূমিকা রাখছে, পুলিশ বাহিনীও ভূমিকা রাখছে। ২০১৩-১৪ সালে যেভাবে তারা অবদান রেখেছে এখনও সেভাবে কাজ করে যাবে। পুলিশ বাহিনীকে একই সংকল্প নিয়ে কাজ করতে হবে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |