বাংলাদেশের নির্বাচন ঘিরে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো শুরু হয়েছে। এতে পানি ঘোলা হচ্ছে। আর এই সুযোগে ফায়দা নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সচিবালয়ে বুধবার (৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এবং তাদের পেইড এজেন্টরা বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তির ক্ষতি করছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে
প্রধানমন্ত্রীর সহানুভূতিশীলতা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের নির্বাহী আদেশ বাতিল করে তাকে কারাগারে পাঠালে বিএনপি বুঝতে পারবে মহানুভবতা কত বড়। প্রধানমন্ত্রী সহানুভূতিশীল বলেই এখনো বেগম জিয়া কারাগারের বাইরে আছেন।
একই অবস্থায় শেখ হাসিনা থাকলে বেগম জিয়া এমন মানবিক কাজ করতেন না বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনের কোনো ফল আসবে না। বিএনপির সব কর্মীতো আন্দোলনের মাঠে নামেনি। বিষয়টি নিয়ে বিএনপির আত্মোপলব্ধি হওয়া উচিত এখনই।