ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘দুর্নীতিবাজ মা ও ছেলেকে রক্ষার রাজনীতি করে বিএনপি’

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ০৮:৪৯ পিএম


loading/img
খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দেশের উন্নয়নের রাজনীতি করে না। তারা  দুর্নীতিবাজ মা ও ছেলেকে রক্ষার রাজনীতি করে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ অক্টোবর) দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউনিয়নে বেতুড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবন, শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও বালান্দোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সুধি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ দেওয়ার নামে বিএনপি ২০০১ সালে লুটপাট করেছিল। হাওয়া ভবন থেকে সারাদেশে লুটপাট চালানো হয়েছিল। তাদের শাসনামলে ঘরে ঘরে চোর তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

খালিদ মাহমুদ বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়েছে। বাংলাদেশ এখন নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে। আগামী দিনে বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ।’ শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশে পরিণত হবে।

বেতুড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকিল চন্দ্র রায়ের সঞ্চালনা অনুষ্ঠানে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট রবিউল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |