‘শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আল-রাজি কমপ্লেক্সের সামনে অনশনে কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ড. ফরহাদ বলেন, বাংলাদেশের জনগণ আগামীতে আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।
তিনি বলেন, এই দানব সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা-মামলা, দমন-পীড়ন করে আন্দোলন দমাতে চায়। কিন্তু এসব করে তারা আন্দোলন দমাতে পারবে না। জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হবে।
সমমনা জোটের সমন্বয়ক বলেন, চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটানো হবে। তাই সময় থাকতে অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
এ সময় খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে ড. ফরহাদ বলেন, উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে এই সরকারকেই সব দায় বহন করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার বিদেশে পাঠানো খুবই প্রয়োজন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তাকে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
এর আগে, খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বেলা ১১টায় অনশন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। পরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির অনশনে সংহতি জানানোর উদ্দেশ্যে রওনা হন সমমনা জোটের নেতারা।