হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীর কাওলায় ক্ষমতাসীনদের জনসমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় তিনি জনসমাবেশস্থলে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানালে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জবাব দেন।
এ জনসভাটি গত ৭ অক্টোবর হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয়। ফলে আজ (শনিবার) কাওলায় হচ্ছে জনসভা।
জনসভা উপলক্ষে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। দুপুর ২টার আগেই জনসভার মাঠ প্রায় ভরে যায়। রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়ায় অবস্থান নেন নেতাকর্মীরা। তার অনুসারীদের টি-শার্ট ও ক্যাপ, ব্যানার ফেস্টুনসহ নানান সাজে সাজিয়ে মিছিল নিয়ে এসেছেন। সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা গেছে।
জনসভায় উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, শাজাহান খান, বাহাউদ্দিন নাসিম, হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাতসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।