ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

কাকরাইলে হোটেল থেকে বিএনপির ৫১ নেতাকর্মী গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ , ১২:২৭ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর কাকরাইলে একটি আবাসিক হোটেল থেকে ‌বিএনপির ৫১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৮ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ।

তিনি বলেন, বুধবার (১৮ অক্টোবর) রাতে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে রমনা থানায় মামলা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের আদালতে হাজির করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজধানীর কাকরাইলে মেরিনা আবাসিক হোটেলে কিছু ব্যক্তি ষড়যন্ত্রের পাঁয়তারা করছে’, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের ওপর ককটেল ছুড়ে মারা হয়।

তিনি বলেন, তবে এতে কেউ আহত হননি। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। ডিবির এক কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

ডিসি রাজীব আল মাসুদ আরও বলেন, মামলায় গ্রেপ্তার ৫১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের কথা উল্লেখ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |