কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসায় গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি নেতা দুলুর বাসায় যান তিনি।
এসময় মির্জা ফখরুল বিএনপি নেতা দুলুর পরিবারের খোঁজ-খবর নেন। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবিকে সান্ত্বনা জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে, গত ১৮ অক্টোবর রাত ১০টায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর নাশকতার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠান আদালত।