আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে বিএনপি আন্দোলন তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসকারীদের হাত থেকে দেশ ও রাজনীতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গাড়িতে বোমা মারা কোনো রাজনীতির কর্মসূচির অংশ হতে পারে না।
তিনি বলেন, বিএনপি-জামাতের অবরোধ কেউ মানে না। এতে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। বিএনপি তাদের আন্দোলন এখন আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে দিয়েছে, সঙ্গে ওদের কর্মীরাও আছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
হাছান মাহমুদ বলেন, রাজনীতি দল হিসেবে তারা করতেই পারে। কিন্তু গাড়িতে আগুন দেওয়া ও চোরাগোপ্তা হামলা তো কোনো আন্দোলন না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড।
তিনি বলেন, বাংলাদেশ আজ বদলে গেছে। দেশের উন্নয়ন অগ্রগতি যেনো অব্যাহত থাকে। যারা পেট্রোলবোমা মারে, স্কুলে আগুন দেয় তাদের হাতে যাতে দেশটা না যায়।
ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ এই সভায় সমিতি সভাপতি আল মামুন সরকার, সেক্রেটারি মো. মফিজুর রহমান খান বাবু, এফবিসিসিআই সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।