ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সাবেক আইজিপিকে পেছনে ফেলে নৌকার মাঝি অতিরিক্ত ডিআইজি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ , ১২:২৩ এএম


loading/img
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- আসনে নৌকার মনোনয়ন পেলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কাহার আকন্দ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদকে হটিয়ে নৌকার মাঝি হলেন তিনি

বিজ্ঞাপন

গত একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ কিশোরগঞ্জ- আসনের বর্তমান সংসদ সদস্য তিনি

জানা যায়, কটিয়াদী পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে জয়ী হলেও স্থানীয় রাজনীতি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি নূর মোহাম্মদ নির্বাচিত হওয়ার পর তার বিপক্ষে অবস্থান নেন সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন এবং পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এলাকার রাজনীতিতে নূর মোহাম্মদ প্রভাব তৈরির চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি সংঘর্ষের ঘটনা ঘটে

বিজ্ঞাপন

দুই বছর আগে পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক হন সোহরাব এর আগে দুই যুগের বেশি সময় ধরে কমিটি হচ্ছিল না পাকুন্দিয়ায় নতুন করে কমিটি গঠনের চেষ্টা করেছিলেন নূর মোহাম্মদ

এসব নিয়ে সৃষ্টি হওয়া কোন্দল থামাতে পারেনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের নজরে আসে তখন পাকুন্দিয়ায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ না নিতে নূর মোহাম্মদকে নির্দেশনা দেওয়া হয়েছিল

শুধু তাই নয়, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব মো. আবদুল মান্নানের সঙ্গেও বিরোধ দেখা দেয় তার

বিজ্ঞাপন

এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন আবদুল কাহার আকন্দ ২০১৯ সালে পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই নৌকার মনোনয়ন পেতে এলাকায় জনসংযোগ করছেন তিনি এরই ধারাবাহিকতায় গত জুলাইয়ে সরকারের উন্নয়ন প্রচারের জন্য তার আয়োজিত এক সভায় ভাঙচুর চালায় ২০ থেকে ৩০ জনের একটি দল

বিজ্ঞাপন

১৫ জুলাই সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে হামলার অভিযোগ করেন আবদুল কাহার আকন্দ নূর মোহাম্মদের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি এলাকায় একচেটিয়া প্রভাব বিস্তার করতে চান

তবে নূর মোহাম্মদের সমর্থকেরা বলছেন, দীর্ঘদিন কমিটি না থাকায় স্থানীয় আওয়ামী লীগের বিরোধ চলছে আগের সংসদ সদস্যরাও বিভিন্ন সময় বিবাদে জড়িয়েছেন  সব সংসদ সদস্যকেই বিভিন্ন কাজে বাধা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সাবেক স্বাস্থ্যসচিব নিজের এলাকায় অন্যের জমিতে রাস্তা করতে গিয়ে বাধার মুখে পড়েছেন

নূর মোহাম্মদ বুধবার (২৯ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, কোন্দল সবখানেই আছে খুব কম এলাকায় শান্তিতে কাজ করতে পারেন সংসদ সদস্যরা রাজনীতি আসলে নষ্ট-ভ্রষ্টদের হাতে বেশি তাই চাইলেও কাজ করা কঠিন শুরু থেকেই নানা অসহযোগিতা ছিল কমিটি করতে গিয়ে আরও বেশি বাধার মুখে পড়তে হয়েছে দলের সর্বোচ্চ পর্যায়ে বলেও প্রতিকার পাননি

দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে তিনি বলেন, শক্তভাবে এলাকা নিয়ন্ত্রণ করতে পারলে হয়তো এমনটা হতো না কর্মী-সমর্থকেরা চাইলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না

দলীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগতভাবে নূর মোহাম্মদের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ নেই স্থানীয় রাজনীতির কোন্দল তাকে নেতিবাচক পরিস্থিতিতে ফেলেছে অপরদিকে আবদুল কাহার আকন্দের অবদান অনেক জাতীয় গুরুত্বপূর্ণ একাধিক মামলার তদন্তে তিনি সফলতা দেখিয়েছেন তাই এবার তাকে নৌকা প্রতীকের জন্য বিবেচনা করা হয়েছে

প্রসঙ্গত, গত রোববার (২৬ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- আসনে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল কাহার আকন্দের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |