ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

অবরোধে আসাদগেটে নামল স্বেচ্ছাসেবক দল

আরটিভি নিউজ

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ , ০৯:৩৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা নবম ধাপের অবরোধ সফলে রাজধানীর আসাদগেটে নামল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার (৪ ডিসেম্বর) সকালে বের করা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

এসময় মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে রয়েছে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহসাধারণ সম্পাদক মো. মামুন, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, সহসমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান, সহকৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, সহআপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহবানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজ মামুন, ঢাকা মহানগর উত্তরের সহদপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দল নেতা অমিত হাসান হাফিজসহ অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |