ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন বলেছেন, আমরা নৌকার মাঝি, উজানে নাও বেয়ে অভ্যস্ত। আমরা বিজয়ের বিষয়ে আশাবাদী। তবে আমরা তো জানি না, লাঙলের জোয়াল কাঁধে নিলে কেমন ভারী লাগে, কতটা হালকা তা যে কাঁধে নেবে সেই বুঝবে।
সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে বৈধতা পাওয়ার পর তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, আমরা সবসময় বলেছি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে আমরা জনগণকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যাচ্ছি। সারাবিশ্বে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করি।
আজ আবার শরীকদের নিয়ে আওয়ামী লীগ আলোচনায় বসবেন। এতে কি আপনার আসন ছেড়ে দেওয়ার কোনো বিষয় আসতে পারে কি না এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, আশা করছি এমন কিছু হবে না। আমি নৌকা নিয়ে নির্বাচন করব সেই প্রত্যাশা রাখি।