ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাতে আ.লীগের সঙ্গে বসবে জাপা

আরটিভি নিউজ

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ , ০৫:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় পার্টি (জাপা)। 

বিজ্ঞাপন

বুধবার (৬ ডিসেম্বর) রাতে এই বৈঠক হবে বলে জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

তিনি বলেন, আসন ভাগাভাগির কোনো প্রস্তাব না আসলেও জাতীয় পার্টির সঙ্গে আলাপ করতে চেয়েছে আওয়ামী লীগ। তারা যেহেতু বড় দল, তাই তাদের সঙ্গে আজ সন্ধ্যার পর কথা বলবো। কোথায় বৈঠক হবে সেটা ঠিক হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮ আসনে এবং জাতীয় পার্টি ২৮৭ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। তবে এখনও পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনো কথা হয়নি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |