আগামী ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেছে গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টি।
বুধবার (২০ ডিসেম্বর) গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ ছাড়া ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করবে দল দুটি।
বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি দেওয়া হয়।
এর আগে, এদিন দুপুরে নির্বাচন বর্জনসহ ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেওয়ার কয়েক ঘণ্টার পর ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর সারাদেশে গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এরপর একে একে জামায়াত ইসলামী, ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ পৃথকভাবে একই কর্মসূচি ঘোষণা করে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।