ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক 

আরটিভি নিউজ

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ , ০৭:৪৫ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনা বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভার্চুয়াল এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ ৬ জন অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, এদিন দুপুরে সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় এক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী অংশ নেন।

এ ছাড়া, গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ইইউ প্রতিনিধি দল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |