ফরিদপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হককে সতর্ক করেছে নির্বাচন কমিশন। মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সীকে ‘মুনাফিক’ বলায় তাকে সতর্ক করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শামীম হককে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছেন ফরিদপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান নুসরাত জাবীন নিম্মী।
পরবর্তীতে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলেও শামিম হককে চিঠি দিয়ে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের অভিযোগে জানা যায় যে, আপনি (শামীম হক) ফরিদপুর শহরের মাচ্চর ইউনিয়নে ২৫ ডিসেম্বর নির্বাচনী জনসভা করে চেয়ারম্যান জাহিদ মুন্সীকে ‘মুনাফিক এবং মুনাফিকের বাচ্চা’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে জাহিদ মুন্সী কীভাবে ৭ তারিখের নির্বাচনের পর চেয়ারম্যান থাকেন সেটি দেখে নেবেন বলে মন্তব্য করেছেন।
চিঠিতে আরও বলা হয়, জনগণ ভোট দিক বা না দিক অনেক সিস্টেম আছে জাহিদ মুন্সী সিস্টেমে পড়ে যাবেন বলে বক্তব্য দিয়েছেন। আপনার এই উসকানিমূলক এবং ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্যের ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) ধারার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে। আব্দুল কাদের আজাদের অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আপনাকে সতর্ক করা হলো।