নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচি চলমান রেখেছে দলটি।
সোমবার (১ জানুয়ারি) রামপুরা কাঁচাবাজার এবং উত্তরা কাঁচাবাজার এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, এমজি মাসুম রাসেল, নাছির আহমেদ মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন, মো. জসিম উদ্দীন, সারোয়ার ভূঁইয়া রুবেল, সহ-সাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল যোবায়ের বাবু, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগকালে একতরফা নির্বাচন বর্জন করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তারা।