‘ভোট বানচালকারীদের খুঁজে পাওয়া যায়নি’
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের ১৪ দলীয় প্রার্থী জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজ এলাকার গোলাপনগর গ্রামের দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন তিনি।
এ সময় তিনি বলেন, ভোট বানচালকারীদের খুঁজে পাওয়া যায়নি। তাদের কোনো কর্মকাণ্ড নেই। ভোট কেন্দ্রগুলো ভোট বানচালকারীদের প্রভাবমুক্ত রয়েছে। আশা করি, বিকেল চারটা পর্যন্ত এমন সুন্দর পরিবেশই থাকবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ দলের প্রাপ্তি হিসেবে নৌকা প্রতীকে চতুর্থবারের মতো নির্বাচন করছেন। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে এই আসনে প্রার্থী হন আওয়ামী লীগ নেতা, মিরপুর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা কামারুল আরেফিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া জেলায় মোট ভোটার ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২২ হাজার ৫১৬ জন এবং নারী ভোটার ৮ লাখ ২১ হাজার ৩৮৮ জন। জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
মন্তব্য করুন