ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

খুবই নার্ভাস আছি : নতুন স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ , ১০:০৪ পিএম


loading/img
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে খুবই নার্ভাস অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন ডা. সামন্ত লাল সেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি। নতুন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘সুযোগটা আমার জন্য আশ্চর্যজনক। সুতরাং খুবই নার্ভাস অবস্থায় আছি।’

সামনের দিনগুলোর চ্যালেঞ্জ নিয়ে সামন্ত লাল সেন বলেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে কীভাবে কী করবো, তা ঠিক করার আগে আমাকে মন্ত্রণালয়ে যেতে হবে। তারপর আমি জানাতে পারবো, কীভাবে কী কাজ সামনের দিনগুলোতে করবো।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বাদে ৩৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হলো আজ। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। ডা. সামন্ত লাল সেন ও ইয়াফেস ওসমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |