অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, অনেক ত্যাগের বিনিয়োগ স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর এই দেশ ধ্বংস করতে দেব না।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, যারা এখনও বিরোধিতা করেন তাদের খেয়াল করতে হবে। তাদের কত ধৃষ্টতা, ওপেন মিটিংয়ে বিএনপি মহাসচিব বলেছেন, পাকিস্তান ভালো ছিল। তাদের আমি সেখানে চলে যেতে বলেছি। পাকিস্তান ভালো ছিল, যান দেখে আসেন। এখন কেউ পাকিস্তানে যায়?
-
আরও পড়ুন : ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে আ.লীগ : রিজভী
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদ্য দায়িত্ব গ্রহণ করলাম। অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, সবগুলো মোকাবিলা করতে কাজ করা হবে। তবে বর্তমানে যদি অগ্রাধিকারের কথা বলেন, তাহলে সামনের রমজানই প্রথম অগ্রাধিকার। আপনাদেরও সহযোগিতা দরকার হবে।
অর্থমন্ত্রী বলেন, প্রচুর ষড়যন্ত্র থাকা সত্ত্বেও আমার এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জের সঙ্গে আমাদের অর্জনও কম নয়। ধারাবাহিক প্রক্রিয়াটির সবগুলো একবারে সব করা সম্ভব নয়। সব উন্নয়ন প্রক্রিয়াই অনেক কারেকশন দরকার, চ্যালেঞ্জ থাকবে তা সমাধান করতে হবে।