ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে আ.লীগ : রিজভী 

আরটিভি নিউজ

রোববার, ১৪ জানুয়ারি ২০২৪ , ০২:৫৬ পিএম


loading/img
ফাইল ছবি

ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আওয়ামী লীগ এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

রিজভী বলেন, আগে ভোটকেন্দ্রে গরু-ছাগলসহ চতুষ্পদ প্রাণীরা বিচরণ করলেও এবারের নির্বাচনে নতুন সংযোজন বানর। আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরাও এই নির্বাচনকে তামাশার নির্বাচন বলে অভিহিত করেছে।

তিনি বলেন, এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। নির্বাচনের পর আওয়ামী লীগ কৃত্রিম আনন্দ-ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করলেও তাদের মনে শান্তি নেই। প্রতিনিয়ত তাদের মনে ক্ষমতা হারানোর ভয়।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে তারা এখন ষড়যন্ত্র তথ্য খুঁজছেন।

 

রিজভী আরও বলেন, একদলীয় একতরফা ভুয়া নির্বাচনে ভোটাররা যায়নি। ৭ জানুয়ারিতে জনগণ আপনাদের চূড়ান্তভাবে লালকার্ড দেখিয়েছে। জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দেদার সিল মেরেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |