ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সম্মান রক্ষার ম্যাচে চ্যালেঞ্জিং লক্ষ্য পেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ , ০১:২৭ পিএম


loading/img
ছবি- বিসিবি

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতেও তার দ্বারপ্রান্তে জ্যোতিরা। সম্মান রক্ষার ম্যাচে আগে ব্যাট করে টাইগ্রেসদের ১৫৬ রানের বড় লক্ষ্য দিয়েছে সফরকারীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই অজি ওপেনার এলিশা হিলি ও বেথ মুনি। তবে ইনিংস বড় করতে পারেননি মুনি। ১৩ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। 

ফিফটির কাছ থেকে ফেরেন হিলিও। ২৯ বলে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অজি দলপতি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এলিস পেরি। ১১ বলে ৮ রান করে আউট হন তিনি। অ্যাশলেঘ গার্ডনার করেন ২১ বলে ১৬ রান।

বিজ্ঞাপন

জর্জিয়া ওয়েরহাম ৬ বলে ৪ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তাহলিয়া ম্যাকগার্থ।  শেষ পর্যন্ত গ্রেস হ্যারিসের ১১ বলে ১৯ রান এবং ম্যাকগার্থের ২৯ বলের অপরাজিত ৪৩ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রানের বড় পুঁজি পায় অজিরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও শরিফা খাতুন এবং রাবেয়া খান একটি করে উইকেট নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |