দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।
শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি।
এ সময় কারাফটকে সাইফুল আলম নীরবকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।
২০২৩ সালের ৪ মার্চ পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ নীরবকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর একাধিক দফায় নীরবকে রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা হয়েছে।
একই বছর রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ তার নামে নাশকতার মামলা হয়। এই মামলায় তার ৩ বছরের সাজা হয়েছে।