ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বিএনপি নেতা নীরব কারামুক্ত

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ জুন ২০২৪ , ০৬:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। 

এ সময় কারাফটকে সাইফুল আলম নীরবকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৪ মার্চ পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ নীরবকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর একাধিক দফায় নীরবকে রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা হয়েছে।

একই বছর রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ তার নামে নাশকতার মামলা হয়। এই মামলায় তার ৩ বছরের সাজা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |