• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

তিস্তার চুক্তি হতে হবে আন্তর্জাতিক নদী আইন মেনে: নজরুল

আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ১৭:১৮
তিস্তার চুক্তি হতে হবে আন্তর্জাতিক নদী আইন মেনে: নজরুল
ফাইল ছবি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, ভারতের সঙ্গে তিস্তা চুক্তি আন্তর্জাতিক নদী আইন মেনে হতে হবে। সেটি সরকারকে নিশ্চিত করতে হবে।

বুধবার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

নজরুল ইসলাম খান বলেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার চুক্তি ট্রানজিট নয়, করিডোর। যেকোনো চুক্তিতে অবশ্যই জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। তবে সেটা যাতে পারস্পরিক সহযোগিতার হয়।

তিনি বলেন, শেখ হাসিনার কান পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে হয়। অথচ তিনিই বলেন- খালেদা জিয়ার চিকিৎসা নাকি দেশেই সম্ভব। তাহলে ভারতে চিকিৎসার জন্য ই-ভিসার প্রয়োজন কেন?

বিএনপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা দুর্নীতিগ্রস্ত। ক্ষমতাসীন সরকারও দুর্নীতিগ্রস্ত। এ অবস্থায় সরকার পতনের আন্দোলন অগ্রসর করতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।

মন্তব্য করুন

  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের তারেক ভূতে পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
ছাত্রদল নেতা রাসেলকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির
কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি: কাদের
সমাবেশে হামলা, নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম