সমন্বয়কদের ফিরিয়ে দিতে ১৫ রাজনৈতিক দলের নেতার বিবৃতি

আরটিভি নিউজ

রোববার, ২৮ জুলাই ২০২৪ , ০৯:৪৩ পিএম


সমন্বয়কদের ফিরিয়ে দিতে ১৫ রাজনৈতিক দলের নেতারা বিবৃতি
ফাইল ছবি

ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ১৫ রাজনৈতিক দলের নেতারা বিবৃতি দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৮ জুলাই) বিবৃতিতে নেতারা বলেন, গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে তুলে নেওয়ার পরে শনিবার রাতে আবার আরও ২ সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতারা আরও বলেন, তাদের সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি ব্লক রেইডের নামে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় রাতের গভীরে চিরুনি অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের আটক করা অবিলম্বে বন্ধ করারও দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির সেক্রেটারি শাহাদাত হোসেন সেলিম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের এক অংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, গণঅধিকার পরিষদের অপর অংশের সাধারণ সম্পাদক রাশেদ খান।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission