ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে জনসাধারণের প্রতি বি. চৌধুরীর আহ্বান

আরটিভি নিউজ

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ০৬:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বি. চৌধুরী বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা ক্ষমাহীন অপরাধ এবং কোনো রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি দেশের সুশীল সমাজ, সকল পেশাজীবী এবং সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, গোটা জাতি আজ রক্তাক্ত এবং শোকে মুহ্যমান। এ কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের নিজেদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী আমাদেরই সন্তানদের বুক লক্ষ্য করে গুলি ছুড়ছে। অনেক মানুষ মারা গেছেন। গ্রেপ্তার ও নির্যাতন চলমান।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, জাতিকে রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। তাই দেশের সুশীল সমাজ, সকল পেশাজীবী এবং সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

এ ছাড়া একজন চিকিৎসক হিসেবে দেশের সকল চিকিৎসকদের সর্বপ্রকার চিকিৎসা সেবা নিয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |