ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আরটিভি নিউজ

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৮:৩০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন ও বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার আবু মোহাম্মদ আহসান ফিরোজ উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শনকালে মির্জা ফখরুল চিকিৎসকদের কাছ থেকে মান্নার চিকিৎসার খোঁজখবর নেন ও তার (মান্নার) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে বারিধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে মাহমুদুর রহমান মান্নাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তাকে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন মান্না। এ ছাড়া নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে সমমনা দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে তার ভূমিকা দেখা গেছে।

আরটিভি/আইএম/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |