ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আন্দোলনে আহত পথশিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান

আরটিভি নিউজ

রোববার, ২০ অক্টোবর ২০২৪ , ০১:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে চলা ছাত্র-জনতার আন্দোলনে শুধু সাধারণ মানুষ নয়, রাজপথে নেমে এসেছিল পথশিশুরাও। সে সময় তারা রাজধানীতে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখে, আহত হয়।

বিজ্ঞাপন

এবার সেই আহত পথশিশুদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 
 
শনিবার বিকেলে (১৯ অক্টোবর) তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্তানে বেশ কয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |