• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

ট্রাম্পের ওপর খেপলেন বিএনপি নেতা মেজর হাফিজ

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৪:৫৬
মেজর হাফিজ
ফাইল ছবি

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য করতে গিয়ে খেপে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ট্রাম্পের কথার যৌক্তিক অর্থ খুঁজতে যাওয়া বোকামি। ট্রাম্প বিশ্ব রাজনীতিতেই একটি বিতর্কিত নাম। তিনি কখন কী বলেন নিজেও জানেন না।

শনিবার (২ নভেম্বর) একটি গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। ট্রাম্পের বক্তব্য নিয়ে এরই মধ্যে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। একই ইস্যুতে কথা বলেছেন সিনিয়র সচিব পদমর্যাদায় সদ্য নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের ঠিক চার দিন আগে, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশ বর্তমানে ‘পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির’ মধ্যে রয়েছে।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে মেজর হাফিজ বলেন, ভারতীয়দের ভোট টানতেই এই কৌশল নিয়েছেন ট্রাম্প।

তার অপরিণামদর্শী বক্তব্য আমাদের অবাক করেছে দাবি করে তিনি বলেন, হিন্দুদের পক্ষে কথা বললে ভোট তার দিকে যেতে পারে বলেই ভোট বাড়ানোর উদ্দেশ্যে তার বন্ধু মোদিকে (ভারতের প্রধানমন্ত্রী) খুশি করার জন্য এ মন্তব্য করেছেন ট্রাম্প।

মেজর হাফিজ বলেন, ট্রাম্প নির্বাচনে জিতলেও কিছু হবে না। তাদের হাতে অন্য অনেক এজেন্ডা রয়েছে। আগের মতো অবস্থা আর নাই। আমেরিকা চাইলেই সব হবে না। চীন ও রাশিয়াও এখন শক্তিশালী। আমরা অপেক্ষা করছি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যিনি জয়ী হবেন, বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন হবে দেখার জন্য।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমলা নাকি ট্রাম্প, কে এগিয়ে বিশ্বনেতাদের সমর্থনে
প্রভাবশালী দুই মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: খোকন
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মির্জা ফখরুল