রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা নিয়ে বিভাগীয় পর্যায়ে কর্মশালা করবে বিএনপি।
বুধবার (১৩ নভেম্বর) দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর ঢাকায়, ২৩ নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী, ২৫ নভেম্বর খুলনা, ৩০ নভেম্বর সিলেট, ২ ডিসেম্বর ময়মনসিংহ, ৭ ডিসেম্বর রংপুর ও বরিশাল এবং ২১ ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লায় কর্মশালার আয়োজন করা হবে।
প্রশিক্ষণ কমিটির সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম-টি