ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছে: ফখরুল

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ০৬:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সীমান্তের ওপার থেকে ফ্যাসিস্ট হাসিনা ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছে। তাই যেকোনো ধরনের হঠকারিতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মৌলবাদী দেশ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। আর তাতে সহায়তা করছে প্রতিবেশী দেশের মিডিয়া। 

বিএনপির এই নেতা বলেন, সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের আর্জন কেড়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে, তখনই এদেশে বিজয় এসেছে। বাংলাদেশের ছাত্ররাই বারবার দেশে পরিবর্তন এনে দিয়েছে। তারা এক দানবের সঙ্গে খালি হাতে লড়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের অর্জিত বিজয় কেউ যেন কেড়ে নিতে না পারে সেদিকে ছাত্রদের সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |