রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, ফিরে গেলেন অলি

আরটিভি নিউজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ০৫:৪৪ পিএম


রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, ফিরে গেলেন অলি
ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে গিয়েও আমন্ত্রিতদের তালিকায় নাম না থাকায় ফিরে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

বিজ্ঞাপন

এলডিপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সালাহ উদ্দীন রাজ্জাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে ফেরত যান অলি আহমদ। এদিন বিকেল সোয়া চারটার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

এলডিপির একজন নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, স্যারের (অলি আহমদ) সঙ্গে  অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তাকে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে যেতে বলেছিলেন। সে মোতাবেক তিনি সেখানে পৌঁছান। কিন্তু প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে তার নাম সেখানে নেই। পরে তিনি ফেরত গেছেন। 

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি, জামায়াতসহ গণসংহতি আন্দোলন, বাসদ, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, এবি পার্টি ও খেলাফত মসলিসের প্রতিনিধিরা ফরেন সার্ভিস একাডেমিতে যান।

গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় আজ (বুধবার) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে ড. ইউনূস বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বসেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন তিনি।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission