ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

হারিছ চৌধুরীর জানাজা রোববার 

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২:৩৬ পিএম


loading/img
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর জানাজা রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হবে। পরে রোববার (২৯ ডিসেম্বর) বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

সামিরা তানজিন চৌধুরী আরও বলেন, সব ঠিক থাকলে সে দিনই বাদ আছর কানাইঘাট উপজেলায় বাবার প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আঙিনার নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |