ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মতপার্থক্য নিয়েই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: জোনায়েদ সাকি

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ০২:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। তাই মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।

৭২ সালের সংবিধানে স্বৈরাচারী কাঠামোর গোড়াপত্তন হয়েছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, তবে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে এবার।

বিজ্ঞাপন

সবক্ষেত্রেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে জানিয়ে সাকি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে কমিশন প্রয়োজন। এই কমিশনে সরকারি, বিরোধী দল, সবাই থাকবে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজসহ অনেকে।

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |