• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

খালেদা জিয়ার গাড়ির চাকা সোহেলের পায়ের ওপর, মারাত্মক আহত

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৮
খালেদা জিয়ার গাড়ির চাকা সোহেলের পায়ের ওপর, মারাত্মক আহত
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে তার বাসভবন থেকে রওয়ানা করলে গুলশান এভিনিউ রোডে দুর্ঘটনার শিকার হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গুলশান এভিনিউ রোডে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা চলে যায় হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর দিয়ে। এতে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি বিমানবন্দরে পৌঁছায়। পরে ১১টা ১০ মিনিটে বিমানে গিয়ে ওঠেন। তার আগে রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়। এ সময় ফিরোজার সামনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই আন্দোলনে আহতদের জবানবন্দি নিতে হাসপাতালে তদন্ত সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ এখনো শুনতে পাই: হাসনাত 
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, ৬ শিক্ষার্থী আহত
লন্ডন যাওয়ার আগে ফখরুলের কাছে যে বার্তা দিলেন খালেদা জিয়া