• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আমীর খসরু বলেন, বিএনপিসহ ৪২টি দল মিলেই ৩১ দফা করা হয়েছে। দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না। কারণ, জাতীয় সরকারের মাধ্যমেই এই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, এমন চিন্তা থেকেই বিএনপি ৩১ দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো ঠিক করতে কাজ করছি। এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক হবে না।’

জিয়াউর রহমানের মেধাবৃত্তিক রাজনীতির পথেই হাঁটছে বিএনপি, তারা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
স্বাধীনতাবিরোধী একটি দল বিএনপির নামে মিথ্যাচার করছে: দুদু
জামায়াতকে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি: মুহাম্মদ তাহের
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির প্রতিনিধিদলকে আমন্ত্রণ