হামলা-লুটপাট ও অগ্নিসংযোগসহ সব নির্যাতন করেছে আ.লীগ: হিন্দু মহাজোট সভাপতি
আওয়ামী লীগ মানুষের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগসহ সব ধরনের নির্যাতন নিজেরা করে কৌশলগতভাবে ইসলামী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপিয়েছে বলে মন্তব্য করেছেন হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশনে এ মন্তব্য করেন তিনি।
হিন্দু মহাজোটের সভাপতি বলেন, মানুষের ওপর হামলা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ সব করেছে আওয়ামী লীগ। আর কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী আন্দোলনের ওপর। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামী দিনে ইসলামী আন্দোলনসহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে, তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে।
গোবিন্দ চন্দ্র আরও বলেন, বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু আছে, তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। চরমোনাই হুজুরের অতীত ইতিহাস থেকে দেখেছি এবং ৫ আগস্টের পর থেকে দেখেছি, আপনারা মন্দির পাহারা দিয়েছেন। গ্রামগঞ্জে সবখানে হিন্দুপাড়ায় আপনারা পাহারা দিয়েছেন। সেই জন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ।
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আরটিভি/এসএইচএম
মন্তব্য করুন